জিম্বাবুয়ে ক্রিকেটের সময়টা যে খুব ভালো যাচ্ছেনা । ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে পারেনি দলটি। গতকালই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভ হটন। আর এবার মাদকের থাবায় পড়েছে দেশটির ক্রিকেট। ডোপ-বিরোধী নিয়ম ভেঙে কড়া শাস্তি পেয়েছেন ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতা। এই দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। দ্রুতই এই দু’জন শুনানিতে অংশ নিতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানায়, সম্প্রতি প্রতিযোগিতা-বহির্ভূত একটি অভন্তরীণ ডোপ পরীক্ষায় দুই ক্রিকেটার পজিটিভ হয়েছেন। তাদের নমুনায় অবৈধ বিনোদনমূলক মাদকের উপস্থিতি পাওয়া গেছে। জেডসি’র খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য তৈরি আচরণবিধি অনুযায়ী তাদের অভিযুক্ত করা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থামূলক সিদ্ধান্তের জন্য শুনানি শুরু হবে।
লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুতা রোডেশিয়ানদের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন। গত রবিবারেও জিম্বাবুয়ের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তিনি।
এদিকে, অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ৯৮ ম্যাচ। সাম্প্রতিক সময়ে অবশ্য খেলেননি মাধেভেরে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না তিনি।
২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাধেভেরের। বর্তমানে দেশটির জাতীয় দলের অন্যতম উদীয়মান খেলোয়াড়। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার জিম্বাবুয়ের হয়ে ৬০টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে ও ২ টি টেস্ট খেলেছেন। অন্যদিকে মাভুতা মাধেভেরের মতো অতটা নিয়মিত না হলেও জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৪ টেস্ট ১০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি।