পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজ়ম। ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে তাকে নেতৃত্ব ছাড়তে হয়েছে, তা জানাননি বাবর। মুখ খোলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্তাও। সম্প্রতি জানা গেছে বাবরের নেতৃত্ব হারানোর কারণ।
পিসিবি চেয়ারম্যান জ়াকা আশরাফের সঙ্গে এক নারীর ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে। ২ মিনিট ১৫ সেকেন্ডের সেই অডিও থেকে জানা গিয়েছে বাবরের নেতৃত্ব ছাড়ার কারণ।
বাবরকে টেস্ট দলের অধিনায়ক থাকার জন্য অনুরোধ করেছিলেন পিসিবি প্রধান। বাবর নাকি জাতীয় দলের আট জন সতীর্থকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছিলেন। বিশেষ এক জনের নির্দেশেই সব ধরনের ক্রিকেটেই নেতৃত্ব ছেড়ে দেন।
ভাইরাল হওয়া অডিওতে ওই নারীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা ক্রিকেটপ্রেমী। আমরা দেখছি বাবর ওর বন্ধুদের পাশে দাঁড়াচ্ছে। বিশেষ করে শাদাব খানের মতো ওর ঘনিষ্ঠদের পাশে। অথচ দলে ওর জায়গা পাওয়াই উচিত নয়।’’
নারীর বক্তব্যের জবাবে আশরাফকে বলতে শোনা গিয়েছে, ‘‘এই জন্যই পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি হচ্ছে।’’ আর এক জনের কথা শোনা গেছে। তিনি বলেছেন, ‘‘হাসান আলিরও দলে জায়গা পাওয়া উচিত নয়।’’ উত্তরে আশরাফ বলেন, ‘‘হাসানও বাবরের খুব ভালো বন্ধু।’’ এর পর পিসিবি প্রধান আরও বলেছেন, ‘‘তালহা বলে এক জন এজেন্ট আছে।
জাতীয় দলের আট জন ক্রিকেটারকে সে নিয়ন্ত্রণ করে। ক্রিকেটারদের সঙ্গে ওর চুক্তি রয়েছে। ছেলেটি খুব চতুর। ক্রিকেটারদের বাড়ি গিয়ে গিয়ে ওদের এবং পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছে। ক্রিকেটারেরাও ওর কথা ছাড়া কিছু করে না। মনে হয় ছেলেটার পুরো নাম তালহা ওসমানি। আমি অবশ্য ওর নামটা ঠিক জানি না।’’
বিশ্বকাপের পর বাবরের সঙ্গে কী কথা হয়েছিল? পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘‘বাবরকে বলেছিলাম, তোমারই টেস্ট দলের অধিনায়ক থাকা উচিত। তোমাকে শুধু সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়তে বলছি। এটা শোনার পর বাবর আমাকে বলে, ‘ঠিক আছে। বাড়িতে একটু আলোচনা করি।
তার পর আপনাকে আমার সিদ্ধান্ত জানাব।’ এর পরেই বাবর ফোন করে তালহা নামের ছেলেটাকে। বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করে। তালহাই ওকে সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়।’’
সূত্রঃ ডেইলি বাংলাদেশ