আইপিএল ২০২৪ আসরের নিলামে দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান । তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে সাম্প্রতিক সময়ে এই ক্রিকেটারের পারফরম্যান্স শঙ্কা জাগিয়েছিল আগামী মৌসুমে তার দল পাওয়া নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ভিত্তিমূল্যেই মহেন্দ্র সিং ধোনির দল এই পেসারকে দলে ভেড়ায়।
তবে টাইগার পেসার দল পেলেও চেন্নাইর একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কেননা একাদশে জায়গা করতে হলে মুস্তাফিজকে লড়তে হবে শ্রীলঙ্কার পেসার পাতিরানার সঙ্গে। গত মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে বিদেশি হিসেবে অধিকাংশ ম্যাচ খেলেছেন এই লঙ্কান পেসার। ফলে মাহির দলে একাদশে জায়গা এক রকম পাকাপোক্ত করে ফেলেছেন এই লঙ্কান।
ফলে কাটার মুস্তাফিজকে চেন্নাইয়ের একাদশে জায়গা করতে হলে পারফরম্যান্স দিয়ে লড়তে হবে পাতিরানার সঙ্গে। এছাড়া লঙ্কান এই পেসার চোটপ্রবণ। তাই তাকে বিশ্রাম দিয়ে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। আর তখনই একাদশে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের।
এছাড়া যে ম্যাচেই ফিজ সুযোগ পাবে সেটিতে বিশেষ কিছু করে দেখাতে না পারলেও আবারও বেঞ্চেই থাকতে হবে টাইগার পেসারকে। সবমিলিয়ে, চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়াটা মোটেও সহজ হবে না।
আইপিএলের গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। ২০২২ আসরে আট ম্যাচে তিনি উইকেট নেন ৮টি। ২০২৩ আসরে সুযোগ পান মাত্র দুটি ম্যাচে, উইকেট পান একটি। ২০২৪ আসর সামনে রেখে তাকে ছেড়ে দেয় দিল্লি। ২০১৬ সালে আইপিএলে প্রথমবারের মতো সুযোগ পান মুস্তাফিজ। সেবার হায়দরাবাদের শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। সব মিলিয়ে আইপিএলে ছয় আসরে ৪৮ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৯৩ রান দিয়ে মুস্তাফিজের উইকেট ৪৭টি। ১৬ রানে ৩ উইকেট তার সেরা বোলিং।