আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়লেন স্টার্ক

ক্রিকেট দুনিয়া December 19, 2023 1,490
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়লেন স্টার্ক

আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কিছুক্ষণ আগেই রেকর্ড পারিশ্রমিকে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ড ভাঙলেন মিচেল স্টার্ক। ফ্রাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় এখন তিনি।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় আইপিএলের খেলোয়াড় নিলাম শুরু হয়। সেখানে ফ্রাঞ্চাইজিটির ইতিহাসে রেকর্ড পারিশ্রমিকে কামিন্সকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ১ ঘণ্টা পরে মিচেল স্টার্কের নিলামের সময়ে ৩২ কোটি ৬৪ লাখ টাকার ওপরে (২৪ কোটি ৭৫ লাখ) খরচ করে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।


আসন্ন ২০২৪ আসরকে সামনে রেখে আজ দুবাইয়ে হচ্ছে নিলাম। আর সেই নিলামে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেডকে দলে নিতে দলগুলো যে একে অপরের সঙ্গে পাল্লা দিবে তা অনেকটা অনুমিতই ছিল।


এদিকে হেডের পর আরেক অজি ক্রিকেটার প্যাট কামিন্সকে নিয়েও রীতিমত যুদ্ধে নেমেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো যার কারণে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারে পরিণত হয়েছিলেন কামিন্স। কিন্তু খণিকের মধ্যে সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক।


আজকের নিলামে কামিন্সকে দলে নিতে কাড়াকাড়িতে মেতেছিল চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে হায়দ্রাবাদেরই। কিন্তু সেসব রেকর্ড ভেঙে দিয়েছে কলকাতা ও গুজরাট। যার নেপথ্যে অজি তারকা মিচেল স্টার্ক।


দিনের শুরুতে ট্রাভিস হেডকে দলে ভেড়ানোর পর কামিন্সকেও দলে নিয়েছে হায়দ্রাবাদ। এর জন্য গুনতে হয়েছে রেকর্ড সাড়ে বিশ কোটি রুপি অর্থ। গত মৌসুমে এ টুর্নামেন্টের সবথেকে দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। তার দাম ওঠেছিল সাড়ে আঠারো কোটি রুপি। তবে এবারের আসরে সে রেকর্ড ভাঙেন অজি অধিনায়ক। কিন্তু খণিকের মাঝেই সেই রেকর্ড ভেঙেছেন তাঁর সতীর্থ স্টার্ক।


কামিন্সের ২০ কোটি ২৫ লাখ রুপির রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটার হয়েছেন স্টার্ক। বিশ্বের সবচেয়ে দামী ফ্রাঞ্চাইজি ক্রিকেটার স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স । যাকে নিতে খরচ করতে হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ রুপি।