নতুন নিয়ম যোগ হতে যাচ্ছে ২০২৪ আইপিএলে

ক্রিকেট দুনিয়া December 19, 2023 17,477
নতুন নিয়ম যোগ হতে যাচ্ছে ২০২৪ আইপিএলে

আসন্ন ২০২৪ আইপিএলেও যোগ হচ্ছে নতুন এক নিয়ম।আইসিসির বেঁধে দেয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টির নিয়ম অনুযায়ী একজন বোলার বোলিংয়ের সময় এক ওভারে একটি বাউন্সার করতে পারেন। এর বেশি বাউন্সার দিলে সেটিকে নো বল হিসেবে গণ্য করা হয়। তবে এই নিয়মেরই পরিবর্তন করছে আইপিএল।


আসন্ন আইপিএলে বোলাররা এক ওভারে দুইটি করে বাউন্সার করতে পারবেন। অর্থাৎ কোনো বোলার এক ওভারে দুইটি বাউন্সার দিলেও নো বল গণ্য করা হবে না।


আর ইতিমধ্যেই নতুন এই নিয়মকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার জয়দেভ উনাদকাট। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমার মনে হয় ওভারে দুটি বাউন্সার বেশ কাজে আসবে এবং আমার মনে হয় এটি এমন একটা ব্যাপার, যাতে বোলাররা ব্যাটসম্যানের ওপর সুবিধা পাবে।


কারণ, ধরুন একজন স্লো বাউন্সার করল…আগে ব্যাটসম্যান নিশ্চিত থাকত যে আর বাউন্সার আসবে না। তবে এখন ওভারের প্রথম অর্ধে আপনি যদি একটা স্লোয়ার বাউন্সার করেও থাকেন, আপনি আরেকটি করতে পারবেন।’


বোলারদের বাড়তি সুবিধা দিবে জানিয়ে জয়দেভ বলেন, ‘যারা বাউন্সারে দুর্বল, তাদের আরও ভালো হতে হবে। বোলারদের বাড়তি একটি অস্ত্র থাকবে। ফলে আমার মনে হয়, ছোট একটি পরিবর্তনের বড় প্রভাব আছে। বোলার হিসেবে এ নিয়মটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়।’


নতুন এই দুই বাউন্সার নিয়ম ডেথ ওভারে বোলারদের জন্য বিশেষ কার্যকরী হবে যা ইয়র্কারের উপর নির্ভশীলতা কমাবে। জয়দেভ বলেন, ‘ফাস্ট বোলারদের জন্য ডেথ ওভারের বোলিং বেশ ইয়র্কার-কেন্দ্রিক হয়ে পড়ছিল।


এখন এটি ইয়র্কার হতে পারে, স্লোয়ার বল হতে পারে এবং এক ওভারে দুটি বাউন্সার হতে পারে। আপনি যদি দ্বিতীয় বাউন্সারটি নাও করেন, ব্যাটসম্যান এরপরও ধারণা করতে পারে যে বোলার হয়তো আরেকটি বাউন্সার করবে।’


এর আগে গত আইপিএল মৌসুমে নতুন নিয়ম হিসেবে ইম্প্যাক্ট প্লেয়ার নীতির পরিচয় করিয়ে দিয়েছিল আইপিএল যা দলগুলো সাদরে গ্রহণ করেছিল।


সূত্রঃ ঢাকা মেইল