দুবাই থেকে এশিয়ার মুকুট নিজেদের করে নিয়ে আজ বিকেলে ৪টা ৩০ মিনিটেদেশে ফিরেছে টাইগার যুবারা। পুরো আসর জুড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভাসছে তারা ।
বিজয়ের মাসে এশিয়ার বিশ্বকাপ খ্যাত শিরোপা এনে দেওয়ায় টাইগারদের সংবর্ধনা দেওয়ার জন্য শেরে বাংলা স্টেডিয়ামে মঞ্চ প্রস্তুত করা হয়। সেই সঙ্গে স্টেডিয়াম লাল-সবুজের রংয়ের লাইটিংও করা হয়েছে। সেই সময় কথা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবারের যুব এশিয়া কাপে দুর্দান্ত খেলা আশিকুর রহমান শিবলি। যুব এশিয়া কাপে এই তরুণ ব্যাটার ৫ ম্যাচে ৩৭৮ করেছেন। ছিল দুটি করে ফিফটি ও সেঞ্চুরির ইনিংস।
সংবর্ধনায় উপস্থিত হয়ে আশিক বলেণ, 'আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার পারফরম্যান্স থেকে আমার দল চ্যাম্পিয়ন হয়েছে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দল ভালো করছে এটাই ভালো লাগছে। এখনই উপরের কোনো কিছু নিয়ে ভাবতেছি না, অনূর্ধ্ব-১৯ খেলতেছি, এটা নিয়েই ভাবছি।'
নিজের সাফল্যের রহস্য নিয়ে বলেন, 'ভালো করার ইচ্ছে তো সবারই থাকে। আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার, রেজাল্টটা পরে দেখা যাবে। বিসিবি আমাদের যথেষ্ট পরিমাণ ভালো সুযোগ-সুবিধা দিতেছে। আমরা আমাদের চেষ্টাটা পুরোপুরি করতে পারলে ভালো কিছু হবে।'
তিনি যোগ করেছেন, 'আমি আমার খেলাটা খেলেছি। চেষ্টা করেছি ধৈর্য নিয়ে ব্যাটিং করার, যা হওয়ার হয়েছে। সিনিয়র হিসেবে আরিফুল খুবই ডেডিকেটেড, ফ্রি মাইন্ড, সাপোর্টিভ। সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করে। একটা টিম রেজাল্ট করার পেছনে তো অবশ্যই বন্ডিং দরকার। বন্ডিং না থাকলে তো ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচ জিতব না চ্যাম্পিয়নও হব না। আমাদের টিম বন্ডিং আমাদের চ্যাম্পিয়ন করেছে।'
জানালেন মাঠে তার কোনো মাইন্ডসেট থাকে না, 'আমার কখনো এমন কোনো মাইন্ডসেট ছিল না যে সর্বোচ্চ রান স্কোরার হব। আমার দলের যে চাওয়া সেটাই চেষ্টা করব, যা হওয়ার হবে।'
শৈশবের কোচের শিক্ষার কথা জানিয়ে তিনি বলেছেন তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি, 'আমি শিখেছি আমার জেলা কোচ থেকে। আমার ভাই আমাকে অনেক সাহায্য করেছে। ফলো করি বিরাট কোহলিকে।'