টাইগার যুবাদের এশিয়া কাপ জয়ে যা বললেন তামিম-মুশফিকরা

ক্রিকেট দুনিয়া December 17, 2023 1,632
টাইগার যুবাদের এশিয়া কাপ জয়ে যা বললেন তামিম-মুশফিকরা

নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে শান্ত-লিটনরা। তবে জুনিয়র টাইগাররা এর ব্যতিক্রম। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে উড়িয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ যুবারা । উত্তরসূরীদের এমন পারফরম্যান্সে গর্বিত তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তরা।


সুদূর নিউজিল্যান্ড থেকে জুনিয়র টাইগারদের অভিনন্দন জানিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন অনূর্ধ্ব-১৯ দল। তোমাদের নিয়ে গর্বিত আমরা।’


এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন দেশসেরা ওপেনার ও সাবেক টাইগার দলপতি তামিম ইকবালও। তিনি বলেন, ‘অসাধারণ, ছেলেরা দারুণ করেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া চ্যাম্পিয়ন।’


নিজের ফেসবুকে পেইজে টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন!’


অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত দলপতি নাজমুল হোসেন শান্ত। ফেসবুকে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘সাব্বাশ বাংলাদেশ। যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।’


এ তালিকায় আছেন টাইগার পেসার তাসকিন আহমেদও। তিনি বলেন, ‘আরব আমিরাতকে ১৯৫ রানে বিধ্বস্ত করে ১ম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা ছিনিয়ে নিলো বাংলাদেশ।’


আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের মিশনে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের দল। টসে হেরে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলীর দুর্দান্ত সেঞ্চুরি এবং আরিফুল ইসলামের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের পাহাড় গড়ে বাংলার যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। আর তাতেই ১৯৫ রানের বিশাল জয়ে এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ।