তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেছেন ১৩ সদস্যের দলে। এ ছাড়াও ফিন অ্যালেন, টিম সাউদি, জিমি নিশামরা আছে টি-টোয়েন্টি সিরিজের দলে।
অবশ্য ব্যস্ত বছর কাটানো নিয়মিত ওপেনার ডেভন কনওয়ে এই সিরিজেও বিশ্রাম পাচ্ছেন। চোটের কারণে জায়গা হ্য়নি মিচেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি শিপলির। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের দলেও নিজেকে বিবেচনা থেকে বিরত রেখেছেন ট্রেন্ট বোল্ট।
দল নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, 'ব্যস্ত একটা বছর আবার একই গ্রুপের সঙ্গে শেষ করতে পারা দারুণ ব্যাপার। এ বছর আমরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে টি-টোয়েন্টি খেলেছি। এই ব্যাপারটা দেখা দারুণ যে, বড় একটা গ্রুপ দলে অবদান রেখেছে।'
আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই ধরণের কন্ডিশনের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন স্টিড, 'আগামী বছরের মাঝামাঝি যেহেতু বিশ্বকাপ হবে, আমরা টুর্নামেন্ট ও ওই ধরণের কন্ডিশনে কেমন স্কোয়াড দরকার সেটা নিয়ে পরিকল্পনা করছি।
আমাদের আগাম পরিকল্পনার অংশ হিসেবে যেটা আমরা গত ওয়ানডে বিশ্বকাপের সময়ও করেছি, নির্দিষ্ট ভূমিকায় মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে দলে নেওয়া-এখনো সেই সুযোগ আছে (টি-টোয়েন্টি দলের ক্ষেত্রে)।'
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন