সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
দেশের বাইরে বাংলাদেশ খেলতে গেলে মাঝে মাঝে সম্প্রচার নিয়ে সমস্যা দেখা দেয়। তাই দেশের ক্রিকেটপ্রেমীরা কোন টিভি চ্যানেলে খেলা সরাসরি সম্প্রচার করবে সেটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।
জানা গেছে, স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভি ও নাগরিক টিভি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল।
২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের অপর দুই ওয়ানডে। এরপর তিন ম্যাচ সিরিজের টি-২০ হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই অধিনায়কের নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
এবারই যে গ্রিন টিভি প্রথম খেলা সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে তা নয়। ভারত-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজও সম্প্রচার করা হচ্ছে সেখানে।