জিম্বাবুয়ের হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ৩৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জশুয়া লিটল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে ১৬৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৯ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। রানতাড়ায় সর্বোচ্চ ৬৬ রান করেছেন কার্টিস ক্যাম্ফার।
ব্যাটিংয়ে নেমে লিটলের তোপে ১৯ রান তুলতেই ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। পঞ্চম উইকেটে ক্লাইভ মাদান্দেকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন রায়ান বার্ল। ৩৩ রান করে মাদান্দে আউট হন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে। দলীয় ৭০ রানে ফেরেন ব্রেন্ডন মাভুটাও।
সপ্তম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজাকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন বার্ল। ৩৮ রান করে বার্ল আউট হলে দ্রুত সময়ে মধ্যে অলআউট হয় জিম্বাবুয়ে। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন মাসাকাদজা। ১৬৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই অ্যান্ডি ব্যালবার্নির উইকেট হারায় আয়ারল্যান্ড। ১৪ রান করে ফেরেন স্টার্লিং। তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে রান তাড়াটা সহজ করে দেন হ্যারি টেক্টর এবং ক্যাম্ফার। ৬৬ রান করে মাভুটার বলে ফেরেন ক্যাম্ফার।
দ্রুত সময়ের ব্যবধানে লোরকান টাকার ফিরলে খানিকটা শঙ্কার মধ্যে পড়ে আয়ারল্যান্ড। তবে মার্ক অ্যাডায়ারের সাহসী ব্যাটিংয়ে প্রায় ১০ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় আক্ষেপে পুড়েছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে বৃষ্টি নামার আগ পর্যন্ত বেশ এগিয়েই ছিল পল স্টার্লিংয়ের দল। দ্বিতীয় ম্যাচে আর কোনো আক্ষেপ থাকল না। জিম্বাবুয়েকে হেসেখেলেই হারিয়েছে সফরকারীরা। আর তাতে সিরিজে লিডও পেয়েছে আইরিশরা।
সূত্রঃ সময় টিভি অনলাইন