বিদায়ী টেস্টে সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন ওয়ার্নার

ক্রিকেট দুনিয়া December 14, 2023 986
বিদায়ী টেস্টে সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন ওয়ার্নার

লম্বা সময় ধরে সাদা পোশাকের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৯-২০ মৌসুমের পর থেকে এই ফরম্যাটে তার গড় ছিল মাত্র ২৮। ২০২০ সালের পর টেস্টে মাত্র একটি শতকের দেখা পেয়েছিলেন এই ওপেনার।


আগের ১৬ ইনিংসে মাত্র দুটির বেশি হাফ সেঞ্চুরি করতে পারেননি ওয়ার্নার। সব মিলিয়ে টেস্টে এমন বাজে পারফরম্যান্সের কারণে চরম সমালোচনার মুখে পড়েন। সম্প্রতি সাবেক তারকা পেসার মিচেল জনসন তো মারকুটে ব্যাটারকে সরাসরি খোঁচা দিয়েছেন।


কারণ হিসেবে সাবেক এই বাঁ-হাতি পেসার ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে এই ওপেনারের জড়িত থাকার বিষয়টিকে টেনে আনেন। সে ঘটনায় দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল উদ্বোধনী এই ব্যাটসম্যান এমন সম্মানজনক বিদায়ের যোগ্য নয় বলে মনে করেন জনসন।


তার মতে, তেমনটা করা হলে সেটি অস্ট্রেলিয়ার জন্য অসম্মানের হবে। যদিও জনসনের এমন মন্তব্যের সমালোচনা করেছে খোদ দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়া সতীর্থ ক্রিকেটাররাও ওয়ার্নারের পাশে দাঁড়ান। আজ মাঠের পারফরম্যান্সে বুঝাচ্ছেন তিনি কে!


বাজে ফর্মের কারণে ওয়ার্নার অবশ্য কিছুদিন আগেই জানিয়ে দেন পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের পরই এই ফরম্যাট থেকে বিদায় নেবেন। সে অনুযায়ী টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নেমেছেন ওয়ার্নার। পার্থে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া।


ক্যারিয়ারের শেষ টেস্টের শুরুটা রাঙিয়ে নিয়েছেন ওয়ার্নার। তুলে নিয়েছেন দুর্দান্ত এক শতক। আগ্রাসী ব্যাটিংয়ে ৪১ বলেই ফিফটি তুলে নেন। যদিও উইকেট পড়ে যাওয়ায় পরবর্তীতে কিছুটা ধীর গতিতে ব্যাট করেছেন। সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেন ১২৬ বল। হাঁকান ১৪ চার এবং একটি ছয়ের মার।


এটা এই ফরম্যাটে ওয়ার্নারের ২৬তম শতক। তাই বলাই চলে, টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজে ব্যাট হাতে সমালোচকদের জবাবটা বেশ ভালোভাবেই দিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।


এদিন উসমান খাজাকে নিয়ে ১২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ওয়ার্নার। জামালের বলে ইমাম উল হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২১১ বলে করেন ১৬৪ রান । ইনিংস সাজিয়েছেন ১৬ টি চার ও ৪ টি ছয়ে ।