গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রিকেটার যিনি

ক্রিকেট দুনিয়া December 12, 2023 534
গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রিকেটার যিনি

মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি কোম্পানি সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে। এ ২৫ বছরের ইতিহাসে ক্রিকেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের অন্যতম মহাতারকা বিরাট কোহলি।


২৫ বছরে বিভিন্ন বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলো নিয়ে প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওর ক্যাপশনে জায়ান্ট কোম্পানিটি লিখেছে, ‘যদি গত ২৫ বছরে আমরা কিছু শিখে থাকি, পরবর্তী ২৫ বছরে তা পরিবর্তন হয়ে যাবে। এখানে সর্বকালের সর্বাধিক অনুসন্ধান করা মুহূর্তগুলি রয়েছে।’


গুগলে সর্বাধিক সার্চ হওয়া ব্যক্তিত্ব বিরাট কোহলি সর্বপ্রথম পর্দায় আসেন ২০০৮ সালে ভারতকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০১১ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতেন।


এরপর সময়ের পরিক্রমায় কোহলির পরিধি বেড়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক এবং ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েন দিল্লিতে জন্ম নেয়া এ খেলোয়াড়। টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি গড়েছেন তিনি।