ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডের পথে। গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে টাইগার স্কোয়াডের প্রথম বহর। যেখানে ১৪ ক্রিকেটারের সঙ্গে সহকারী কোচ নিক পোথাসও রয়েছেন।
দুই ফরম্যাটের দলে থাকা বাকি ক্রিকেটাররা দ্বিতীয় বহরে আগামীকাল নিউজিল্যান্ড যাবেন। প্রথম বহরে দলের সঙ্গে গিয়েছেন সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে না থাকা এনামুল হক বিজয়, সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমরা।
তবে যাওয়ার আগে কেবল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ওপেনার বিজয়। জানিয়েছেন ভালো কিছু নিয়েই ফিরতে চান দেশে। ১৭ ডিসেম্বর থেকে ওয়ানডে এবং ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে দু’দলের টি-টোয়েন্টি সিরিজ।
বিমানবন্দরে বিজয় বলেন, ‘চেষ্টা করবো ভালো খেলার, যদি সুযোগ আসে। দলের সঙ্গে আছি। ভালো লাগছে যে দলে আছি। নিউজিল্যান্ডে আমার একটা ইনজুরি আছে। ২০১৫ সালে ইনজুরিতে পড়েছিলাম। এবার যেন ভালো, সুখকর স্মৃতি নিয়ে ফিরতে পারি সেই চেষ্টা করব।’
সূত্রঃ ঢাকা পোস্ট