নাসুমকে চড় মারার ঘটনায় মুখ খুললেন পাপন

ক্রিকেট দুনিয়া December 9, 2023 749
নাসুমকে চড় মারার ঘটনায় মুখ খুললেন পাপন

স্পিনার নাসুম আহমেদকে ‘চড়’ মেরেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন সংবাদ প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। সেখানে বলা হয়, বিষয়টি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জানানো হলে তিনি কোচ হাথুরুকে শাসিয়েছেন। তবে এই প্রসঙ্গটা ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান।


আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন পাপন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন খেলোয়াড়দের হাতে। তারপর মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেন তিনি।


চড়ের বিষয়ে তিনি জানতেনই না জানিয়ে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না। এটা একটা টেলিভিশনে প্রচার করা হয়। আমি আসলে ভিডিওটা দেখিনি। তবে শুনেছি, আমি নাকি এই কাণ্ডের কারণে কোচকে শাসিয়েছি। তবে আমি তো জানি এটা ‘ডাহা মিথ্যা’। এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।’


যদিও এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূসও জানিয়েছেন তিনি বিষয়টি শুনেছেন। তারপরও কেন এই ভুল তথ্য? জানত চাইলে পাপন বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন।’


শুধু তাই নয়। মুশফিক ইস্যুতে একই টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন বিসিবি প্রধান, ‘মিথ্যা তথ্য একসময় মানুষ খুব গ্রহণ করত। এখন আর সেটা সম্ভব হচ্ছে না। মাত্রাতিরিক্ত হয়ে যাওয়াতে সবাই বলতে শুরু করেছে এরা ক্রিকেট ধংস করতে নেমেছে। আমরা এটাই চাচ্ছিলাম। মুশফিক একটা পদক্ষেপ নিয়েছে। বিসিবিও তার যা করণীয় সেটা করবে।’


বিশ্বকাপের আগেও পাপন নিয়মিত হাজির হতেন গণমাধ্যমের সামনে। তবে দল ঘোষণার পর থেকেই তিনি আড়াল খুঁজে চলছিলেন। মাঝে কয়েকবার এসেছেন। তবে আগের মতো আর পাওয়া যায় না তাকে। পাপনের কাছে তাই গণমাধ্যমকর্মীরা প্রশ্নের ডালা মেলেছিলেন। মুশফিকুর রহিমের ইস্যুতে কথা বলতে গিয়ে বিসিবি যে কখনও সমর্থন পায়নি কারো কাছ থেকে সেটাও বলেছেন।


পাপন বলেন, ‘এসব প্রতিবেদন এবারই প্রথম নয়। বিসিবি, কোচ, নির্বাচক, কিউরেটর, উইকেট কোনো কিছুই তো বাদ দেওয়া হয়নি। এবার তারা ক্রিকেটারদের নিয়ে শুরু করেছে। সিলেট টেস্টে আমরা নিউজিল্যান্ডকে হারানোর পর শত্রুরও খুশি হওয়া উচিৎ। কিন্তু এই জয়কেও বলা হচ্ছে লোক ভুলানো বা আইওয়াশ। তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার।’


সূত্রঃ দেশ রূপান্তর