মিরপুর টেস্টে নামার আগে যা বললেন টিম সাউদি

ক্রিকেট দুনিয়া December 5, 2023 502
মিরপুর টেস্টে নামার আগে যা বললেন টিম সাউদি

টাইগারদের বিপক্ষে মিরপুর টেস্টে মাঠে নামার আগে আজ (৫ ডিসেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাউদির কণ্ঠে মিরপুরের কন্ডিশন।


এই ডানাহতি পেসার জানান, ‘এই কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশিত। প্রথম টেস্টে তাই হয়েছে। এখানেও তাই হওয়ার কথা। তবে এটা ঠিক, কাইল (জেমিসন) সিলেটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। এই কন্ডিশনে তাকেও বেশ ভয়ংকর মনে হয়েছে। তবে এখানে সব সময়ই লড়াইটা হবে স্পিনের। এটাই প্রত্যাশিত। দ্বিতীয় টেস্টেও তাই হবে হয়তো।’


নিউজিল্যান্ড অধিনায়ক আরো বলেন, ‘যেমন ভেবেছিলাম, উইকেট তেমনই ছিল। ভালো উইকেট ছিল।’ মিরপুরেও একই ধরনের উইকেটের প্রত্যাশা কিউইদের, ‘ভিন্ন উইকেট অবশ্যই। তবে আমরা স্পিন সহায়ক উইকেটই হবে ধরে নিচ্ছি।’


তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচের পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। কিন্তু এখানে ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে। ভিন্ন ধরনের উইকেটে খেলা হবে। এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেরা সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। আমরা এর জন্য উদগ্রীব। এখানে খেলতে আসা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা সামনের পাঁচদিনের দিকে তাকাতে চাই।’


সূত্রঃ ঢাকা মেইল