নাসুম প্রসঙ্গে তেলে-বেগুনে জ্বলে উঠলেন হাথুরুসিংহে

ক্রিকেট দুনিয়া December 5, 2023 1,615
নাসুম প্রসঙ্গে তেলে-বেগুনে জ্বলে উঠলেন হাথুরুসিংহে

আগামীকালের মিরপুর টেস্টের সংবাদ সম্মেলন শেষে হাসিমুখেই বেরিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন তিনি। তবে ক্ষণিকের মধ্যেই মুখাবয়ব বদলে গেল চন্দিকা হাতুরাসিংহের। শক্ত হয়ে গেল চোয়াল। মুখ থেকে অবিরাম ছুটতে থাকল ‘রাবিশ’ ও ‘বুলশিট’ ধরনের শব্দগুলো।


স্পর্শকাতর বিষয়ে তেলে-বেগুনে জ্বলে ওঠা এই শ্রীলঙ্কান কোচ বলছিলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই।’


সত্য বা মিথ্যা যা-ই হোক, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ হাতুরাসিংহের বিরুদ্ধে। তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। অভিযোগ ওঠার পর এ বিষয়ে তাঁর কোনো বক্তব্যও এত দিন পাওয়া যায়নি।


আজ সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টপূর্ব সংবাদ সম্মেলনের পর প্রসঙ্গটি তোলা হলে তাঁর তীব্র ক্ষোভও প্রকাশিত হতে থাকল। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরের প্রতিক্রিয়ায় তিনি একপর্যায়ে বাংলাদেশের সংবাদমাধ্যমের মান নিয়েও প্রশ্ন তোলেন এভাবে, ‘আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’


যদিও বিষয়টি নিয়ে এখন কথা বাড়াতে খুব আগ্রহী হলেন না বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস, ‘যেহেতু একটি কমিটি (বিশ্বকাপ ব্যর্থতার) তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ও রকম কিছু (চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে।


’ জালাল অবশ্য স্বীকার করেছেন যে বিশ্বকাপ চলাকালীন বিষয়টি কানে এসেছিল তাঁদের, ‘বিশ্বকাপের সময় আমরা (বোর্ড কর্মকর্তারা) যখন কলকাতায় ছিলাম, তখনই এটি শুনেছিলাম।’


তাঁরা শুনলেও অকাট্য কোনো প্রমাণ সহকারে যে শোনেননি, সেটিও বলতে ভুললেন না জালাল, ‘যে ম্যাচের সময় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, এরপর বাংলাদেশ আরো দুটো ম্যাচ খেলে ফেলার পর আমরা বিষয়টি শুনি। ওটা চড় ছিল নাকি ধাক্কা বা অন্য কিছু, সে বিষয়েও আমরা খুব স্পষ্ট ছিলাম না। বলতে পারেন, ভাসা ভাসা শুনেছি। তা ছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন।


কিছু ঘটে থাকলে তাঁদের জানার কথা। নিউজিল্যান্ড ম্যাচের পর আরো দুই ম্যাচ হয়ে যাওয়ার পরও কেউ (দলের) কিন্তু কোনো অভিযোগ করেনি। এখন দেখা যাক, তদন্তে কী বেরিয়ে আসে।’


জালালের সঙ্গে কথা বলার দুই ঘণ্টা আগে হাতুরাসিংহের কাছে জিজ্ঞাসা ছিল, ‘আপনি কি সত্যিই নাসুমকে চড় মেরেছিলেন?’ জবাবে ক্ষোভে ফুঁসে ওঠা হাতুরাসিংহের প্রথম জবাব ছিল, ‘আর ইউ ম্যাড?’ এর পরই কথার ফাঁকে ফাঁকে টানা চলতে থাকে খিস্তি-খেউরও।


সেদিন তাহলে কী ঘটেছিল? এবার বাংলাদেশ দলের হেড কোচের জবাব, ‘আমি জানলেই না বলব যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন