এক রাজা ছিলেন যার একটা চোখ এবং একটা পা ছিল । তিনি অনেক চিত্রশিল্পীকে জিজ্ঞেস করলেন উনার একটা সুন্দর ছবি একেঁ দিতে পারবে কিনা । কিন্তু কেউই সাহস করতে পারল না । পারবেই বা কেমনে , এক চোখ
আর এক পা না থাকলে কেমন করে কারো ছবি সুন্দর করে আকাঁ যায়
কিন্তু একজন রাজার কথায় রাজি হল এবং অনেক ভেবে চিন্তে একটা ছবি আকাঁ শুরু করল । সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেল । রাজা উনার ছবি দেখে অনেক খুশী হলেন। ছবিতে রাজা এক পায়ে দাঁড়িয়ে এক চোখ বন্ধ করে শিকারকে শিকার করার জন্য নিশানা ঠিক করছেন ।
শিক্ষাঃ আমরা কেন অন্যের দুর্বলতাকে লুকিয়ে তাদের ভাল কাজের প্রশংসা করতে পারি না ? কেন আমরা অন্যের দোষত্রুটি গুলো সবাইকে বলে বেড়াই ? আমাদের উচিত নিজেদের পরিবর্তন করা ।