টি-টেন লিগে সাকিবকে দেখে হাসলেন ম্যাথিউস

ক্রিকেট দুনিয়া December 4, 2023 877
টি-টেন লিগে সাকিবকে দেখে হাসলেন ম্যাথিউস

এবারের টি-টেন লিগে ইনজুরির কারনে খেলতে পারছেন না সাকিব আল হাসান। সংসদ নির্বাচনের ব্যস্ততাকে পাশে রেখে তবুও দুদিনের সংক্ষিপ্ত সফরে আরব আমিরাতে গিয়েছেন টাইগার অধিনায়ক। মূলত দলের হয়ে আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নিতেই সেখানে গিয়েছেন সাকিব।


আনুষ্ঠানিক কাজ সেরে শনিবার (২ ডিসেম্বর) দলের খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন সাকিব। এ সময় মাঠে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও। টাইমড আউটের ঘটনার পর এবারই প্রথম সামনাসামনি দেখা হয়েছে তাদের।


বাংলা টাইগার্সের ম্যাচের পর সেদিন খেলা ছিল নর্দান ওয়ারির্সের। সেই ম্যাচে অংশ নিতে আগেভাগেই দলের সঙ্গে মাঠে গিয়েছিলেন ওয়ারিয়র্সের অধিনায়ক ম্যাথিউস।


এ সময় হঠাৎ ক্যামেরার লেন্স গিয়ে থামে ম্যাথিউসের দিকে, সে সময় আরেক সতীর্থের সঙ্গে কথা বলতে বলতে হাসছিলেন এই লঙ্কান। পরক্ষণেই আবার ক্যামেরা ঘুরে যায় সাকিবের দিকে, বিষয়টি নজরে পড়তেই হাসি ধরে রাখতে পারেননি ম্যাথিউস।


এর আগে শনিবার হুট করেই আরব আমিরাতে গিয়েছেন সাকিব। বাংলা টাইগার্সের হয়ে এই আসরে খেলার কথা থাকলেও চোটের কারণে টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। তবে দলটির সঙ্গে আগে থেকে চুক্তিবদ্ধ থাকায় তাদের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নিচ্ছেন সাকিব।


উল্লেখ্য, আগের আসরে বাংলা টাইগার্সের হয়ে সব কটি ম্যাচেই খেলেছিলেন সাকিব। সেই আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন সাকিব।


সূত্রঃ সময় টিভি অনলাইন