পাকিস্তান সেরা হয়েছে ছোট দলগুলোর বিপক্ষে খেলে

ক্রিকেট দুনিয়া December 3, 2023 743
পাকিস্তান সেরা হয়েছে ছোট দলগুলোর বিপক্ষে খেলে

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরে শীর্ষে ছিল পাকিস্তান। ধারাবাহিকতায় ওয়ানডে বিশ্বকাপে শুরুটা দারুণ করলেও শেষপর্যন্ত নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছে বাবর আজমের দল। সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে। এমন পারফরম্যান্সের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর। এরপরও থামছে না সমালোচনা। তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছেই, সবশেষ বললেন দেশটির সাবেক পেসার জুনাইদ খান।


গত ১৫ নভেম্বর চাপের মুখে অধিনায়কের পদ ছাড়েন বাবর। তার নেতৃত্বেই ওয়ানডেতে এক নম্বরে উঠেছিল পাকিস্তান। সেই শীর্ষে ওঠা নিয়েই প্রশ্ন তুলেছেন জুনাইদ। সাবেক বাঁহাতি পেসারের মতে, পাকিস্তান ওয়ানডে সংস্করণে শীর্ষে উঠেছিল দুর্বল দলের বিপক্ষে খেলে।


২০১৯ সালে পাকিস্তান জার্সিতে সবশেষ খেলা জুনাইদ বলেছেন, ‘অধিনায়ক হিসেবে বাবর উন্নতি করতে পারেননি। সাইফি (সরফরাজ খান) ভাইকে দেখেন, তিনি দিন দিন উন্নতি করেই চলেছেন। আমরা তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, টি-টুয়েন্টিতে এক নম্বর হয়েছিলাম।’


‘লোকেরা বলে আমরা বাবর আজমের অধিনায়কত্বে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়ে উঠেছিলাম। আমি বলব, আমরা আসলে দুর্বল দলের সঙ্গে খেলে শীর্ষে উঠেছিলাম। অধিনায়ক হিসেবে বাবর দ্রুত শিক্ষা গ্রহণকারী নন। তবে ব্যাটার হিসেবে বিশ্বমানের।’


বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের প্রশংসা করে ৩৩ বর্ষী জুনাইদ বলেছেন, ‘প্যাট কামিন্সকে দেখুন, অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছে। তার মধ্যে আগ্রাসন আছে এবং সকলের সঙ্গে কথাও বলত। বিরাট কোহলিও সংগ্রাম করেছেন, কিন্তু তার মধ্যেও সেই আগ্রাসন ছিল। এমএস ধোনির অবসরের পর কোহলিও কিন্তু অধিনায়ক হিসেবে ভুগেছেন। যদিও তার রেকর্ড বেশ ভালো।’


বিশ্বকাপের আগে থেকে দুর্দান্ত ফর্মে থাকা ভারত এখন আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। দুইয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিনে সাউথ আফ্রিকা, আর পাকিস্তানের অবস্থান চারে।