দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারালো ভারত

ক্রিকেট দুনিয়া November 26, 2023 1,302
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারালো ভারত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুইশর উপরে রান করেও হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ী দলের নাম ভারত। এবার অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়েছে সূর্য্কুমার যাদবের দল। তিন হাফসেঞ্চুরিতে ভারতের গড়া ২৩৫ রানের বিশাল রান তাড়া করে অস্ট্রেলিয়া থেমেছে ১৯১ রানে।


এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫.৫ ওভারে ৭৭ রানের উদ্বোধনী জুটি গড়ে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন যশসী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড।


২৫ বলে ৯টি চার এবং ২টি ছক্কায় ৫৩ রানের বিস্ফোরক হাফসেঞ্চুরি করে যশসীর আউটে এই জুটি ভাঙলেও রানের চাকা দ্রুতই ঘুরতে থাকে ভারতের। দ্বিতীয় উইকেটে ঈশান কিষাণের সঙ্গে ৫৮ বলে ৮৭ রানের আরেকটা বড় জুটি গড়ে উঠে রুতুরাজের।


পঞ্চাশ ছুঁয়েছেন এই দুজনেও। ৪৩ বলে ২টি ছক্কা এবং ৩টি চারে ৫৮ রান করেছেন রুতুরাজ। আর ৪টি ছক্কা এবং ৩টি চারে ৩২ বলে ৫২ রানের বিধ্বংসী হাফসেঞ্চুরি করেছেন ঈশান কিষাণ। ভারতের প্রথম তিন ব্যাটারই করেছেন হাফসেঞ্চুরি।


এরপর রিনকু সিংয়ের ২টি ছক্কা এবং ৪টি চারে খেলা ৯ বলে ৩১ রানের হার না মানা ক্যামিওতে বিশাল স্কোর গড়ে ভারত। অস্ট্রেলিয়ার নাথান এলিস ৪৫ রানে নেন ৩ উইকেট।


ভারতের রান পাহাড় ডিঙাতে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে প্রত্যাশিত শুরু পায় নি অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট ১৯, আগের ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করা জস ইংলিশ ২ এবং গ্লেন ম্যাক্সওয়েল আউট হন ১২ রান করে। ১৬ বলে ১৯ রান করে আসা যাওয়ার এই মিছিলে যোগ দেন স্টিভেন স্মিথও।


এরপর মার্কাস স্টয়নিস ও ট্রাভিস হেডের মধ্যে ৩৮ বলে ৮১ রানের বিধ্বংসী জুটি গড়ে উঠে। কিন্তু ৮ রানের ব্যবধানে তাঁরা দুজনই আউট হওয়ায় সঙ্গে জয়ের সম্ভাবনাও বিলীন হয়ে যায় অস্ট্রেলিয়ার। প্রাসিধ কৃষ্ণা ৪১ রানে ৩টি এবং রবি বিস্ময় ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন