বিশ্বকাপে ভরাডুবির পর বিদায় নিয়েছেন লাল-সবুজ দলের বেশ কয়েকজন কোচ। আর এবার এলো আরও এক দুঃসংবাদ, জাতীয় দলের স্পন্সর হারিয়েছে বিসিবি।
২০২১ সালে স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি করেছিল দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (পুরুষ এবং নারী), অনূর্ধ্ব-১৯ দল এবং বাংলাদেশ ‘এ’ দল ছিল দারাজের স্পন্সরশীপের আওতায়। প্রতিষ্ঠানটির সাথে বিসিবির চুক্তির মেয়াদ ছিল এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এর আগেই প্রতিষ্ঠানটি স্পন্সরশীপ থেকে সরে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের এই স্পন্সর বিদায় নেয়ায় বিসিবি ক্ষতির মুখে পড়েছে বিসিবি। এদিকে দারাজ চলে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ এবং আসন্ন নিউজিল্যান্ড সফরেও টাইগারদের কোনো স্পন্সর থাকবেনা বলে জানা গেছে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া গেছে এসব তথ্য।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, স্পন্সর চলে যাওয়ায় চার-পাঁচ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বিসিবি। এদিকে বাংলাদেশ দলের অনুশীলনের কিছু ভিডিও ফুটেজে দেখা যায় ক্রিকেটারদের জার্সিতে কোনো স্পন্সর প্রতিষ্ঠানের নাম নেই।