বিসিবি সভাপতির সাথে আজ বৈঠকে বসছেন তামিম

ক্রিকেট দুনিয়া November 26, 2023 2,125
বিসিবি সভাপতির সাথে আজ বৈঠকে বসছেন তামিম

নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছেন তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক জানাননি কেবল। আজ সেই আনুষ্ঠানিকতা সারতে চান বলেই খবর। রোববার (২৬ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের বৈঠক করার কথা রয়েছে।


জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বোর্ডকে চূড়ান্তভাবে জানাবেন বলে জানা গেছে। দুজনের এই বৈঠক বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় অনুষ্ঠিত হতে পারে। যেখানে বিসিবির ক্রিকেট পরিচলনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের থাকার কথা রয়েছে।


নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নেই তামিম। ক্রিকেট থেকে দূরে থাকা তামিম শেষ ব্যাট হাতে নিয়েছিলেন বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। ওই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় ফিরে বিশ্বকাপের বিমানে উঠার কথা ছিল তার। কিন্তু বিশ্বকাপে তাকে দলে না রাখা নিয়ে নানা ঘটনার জন্ম হয়।


এদিকে বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজে তামিমকে খেলার কথা বলা হলেও তিনি খেলবেন না বলে জানান। অনেকটা সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন বলেই এমন সিদ্ধান্ত তার। তবে ফিটনেস ইস্যুও অন্যতম না খেলার পেছনে।


তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই ক্রিকেটে ফিরবেন তামিম। এরপর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।


সূত্রঃ রাইজিংবিডি/ দেশ টিভি