ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া November 21, 2023 1,361
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তা একদিনের ক্রিকেটে নয়, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে। ভারতের বিপক্ষে সেই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা, ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে।


বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের ক্লান্তি মাথায় রেখেই স্কোয়াড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড। দলের অধিকাংশ ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। যেখানে অধিনায়ক করা হয়েছে ম্যাথু ওয়েডকে। এছাড়া বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ৫ জন।


দুই দল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ২৩ নভেম্বর। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। এই সিরিজের জন্য সোমবার ভারতও দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটিতে বিশ্বকাপ খেলা ১২ ক্রিকেটারই নেই।


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল-


ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, ন্যাথান এলিস, ট্রাভিস হেড, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানবীর সাঙ্ঘা, ম্যাট শর্ট্ম, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, কেইন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।


সূত্রঃ অনলাইন