বিশ্বকাপে ব্যার্থতার পর সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তাঁর জায়গায় লাল বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে। তাঁর হাতে কেমন দল তুলে দিলেন প্রথম দায়িত্বে ওয়াহাব রিয়াজ। লাহোরে পাকিস্তানের দল ঘোষণার সময় রিয়াজ বলছিলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনের চ্যালেঞ্জ বিবেচনায় দল গড়া হয়েছে।
পিচের কথা মাথায় রেখে যতটা সম্ভব পেস বোলিংয়ে শক্তি বাড়ানো হয়েছে, যাতে তিন টেস্টেই দল গড়তে সমস্যায় না পড়ে টিম ম্যানেজমেন্ট।’
তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পার্থে ১৪-১৮ ডিসেম্বর। এরপর ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। তৃতীয় টেস্ট হবে সিডনিতে নতুব বছরে (২০২৪ সালে ৩ থেকে ৭ জানুয়ারি)।
পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, সউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন