বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। কঠোর নিরাপত্তার ফাঁকগলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্ট যতদূর দেখা যাচ্ছে তাতে লেখা, ‘আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।’ মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছিও চলে যান ওই আগন্তুক।
পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন। এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ থাকে খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক তা নিয়ে প্রশ্ন উঠছে।
"কওমে লুত" সমকামিতার পতাকা হাতে ছিল । যা কিনা BDup24 কখনোই সাপোর্ট করে না ।
সূত্রঃ ঢাকা পোস্ট