পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ

ক্রিকেট দুনিয়া November 17, 2023 922
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ

এবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবে মনোনীত হয়েছেন দেশটির সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। শুক্রবার রাতে জিও নিউজ একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।


পত্রিকাটি জানিয়েছে, ওয়াহাব রিয়াজের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল নির্বাচন করা।


ওয়াহাব রিয়াজ ২০০৮ সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন এবং ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মোট ২৩৭টি উইকেট নেন। পাশাপাশি ১২০০ রান করেন।


তিনি তিনটি বিশ্বকাপ খেলেছেন এবং এসব প্রতিযোগিতায় ৩৫ উইকেট নিয়ে পাকিস্তানের দ্বিতীয় সফল বোলারের তালিকায় উঠে এসেছেন।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতে, ওয়াহাব রিয়াজ বলেছেন যে জাতীয় নির্বাচক কমিটির প্রধান হওয়া তার জন্য সম্মানের। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফকে এই দায়িত্ব প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।


তিনি আরো বলেছেন, ক্রিকেটের বিষয়ে সাবেক ক্রিকেটারদের যুক্ত করার সিদ্ধান্ত প্রশংসনীয় এবং আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চাই।


সূত্র : জিও নিউজ