বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার থাকবেন যারা

ক্রিকেট দুনিয়া November 13, 2023 1,538
বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার থাকবেন যারা

শেষ হয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক পর্বের লড়াই। দশ দলের একে অপরের বিপক্ষে নয়টি করে ম্যাচ শেষে নির্ধারিত হয়েছে চারটি সেমিফাইনালিস্ট দল। এ চার দল আগামী ১৫ এবং ১৬ নভেম্বর মুখোমুখি হবে ফাইনালের টিকিট নিশ্চিতে। শেষ চারের এ লড়াইয়ের জন্য ইতিমধ্যে আম্পায়ারদের তালিকাও প্রকাশ করেছে আইসিসি।


ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। এরপর একে একে শেষ চারের জায়গা নেয় দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আগে থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী রোহিত শর্মারা খেলবে কিউইদের বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালে পাঁচ বারের চ্যাম্পিয়ন অজিরা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।


এদিকে প্রথম সেমিফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিচালনার জন্য আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি। অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ এবং রড টাকার। থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।


এদিকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিতিন মেনন এবং রিচার্ড ক্যাটেলবরো।


সূত্রঃ ঢাকা মেইল