টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

ক্রিকেট দুনিয়া November 11, 2023 371
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের পাওয়ার কিছু নেই। শেষটা জয় দিয়ে রাঙিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য। ওইদিকে অস্ট্রেলিয়াও নিজেদের আরেকটু ঝালাই করে নেওয়ার লড়াইয়ে নামবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।


ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগে ব্যাট করবে বাংলাদেশ। সাকিব আঙুলের চোটে দেশে ফিরে এসেছেন আগেই। খেলছেন না তানজিম হাসানও। বাংলাদেশ আজ নামছে দুই পেসার—তাসকিন ও মোস্তাফিজুরকে নিয়ে, সঙ্গে আছেন তিন স্পিনার—মিরাজ, মেহেদী ও নাসুম।


বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


সূত্রঃ অনলাইন