ম্যাক্সওয়েলের তান্ডবে আফগানকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া November 7, 2023 625
ম্যাক্সওয়েলের তান্ডবে আফগানকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

গলফ খেলতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে আবারও বাইশ গজে ফিরেছেন। ফেরার ম্যাচেই ইতিহাস গড়লেন!


আফগানিস্তানের দেয়া ২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। এমন ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুললেন অজিদের। চোট নিয়ে খেললেন ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংস।


আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে জেতালেন ৩ উইকেটে। এতে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে যেভাবে চেপে ধরেছিলেন আফগান বোলাররা, তাতে তাদের জয় সময়ের ব্যাপার ছিল। তবে সুযোগ মিসের আক্ষেপে পুড়তে হলো আফগানিস্তানকে।


কয়েকবার জীবন পেয়ে তাণ্ডব চালালেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২১টি চারের সঙ্গে ছয় মারলেন ১০টি। অর্থাৎ বাউন্ডারি থেকেই তুললেন ১৪৪ রান। ৭৬ বলে শতক করার আগেই পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের।


এরপর প্রায় দাঁড়িয়েই ব্যাট করলেন পুরোটা সময়। ৭ উইকেট হারিয়ে অপরপ্রান্তে তাকে সঙ্গে দেন অধিনায়ক প্যাট কামিন্স। ৬৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি।


এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনি জুটিটা জমেনি আফগানিস্তানের। ২১ রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ।


দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে ৮৩ রানে জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ইব্রাহিম। এরপর হাসমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই রান পেলেও ইনিংস বড় করতে পারেননি।


অন্যপ্রান্ত ধরে খেলে ১৩১ বলে শতক পূর্ণ করে ইব্রাহিম। ষষ্ঠ উইকেটে রশিদ খানের সঙ্গে ইব্রাহিমের ২৮ বলে অবিচ্ছেদ্য ৫৮ রানের জুটিতে ২৯১ রান করে আফগানিস্তান।


সূত্রঃ অনলাইন