সাকিবের কাছে যে অনুরোধ করেছিলেন ম্যাথিউস

ক্রিকেট দুনিয়া November 7, 2023 1,032
সাকিবের কাছে যে অনুরোধ করেছিলেন ম্যাথিউস

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দিল্লিতে হেলমেট পরিবর্তন করতে গিয়ে সময়ক্ষেপণ করেন লঙ্কান এই ব্যাটার। এরপর আম্পায়ারের কাছে আপিল করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো এই আউট দেখল ক্রিকেট বিশ্ব।


টেলিভিশনে দেখা গেছে, আউট নিয়ে মাঠেই ম্যাথিউস আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। একপর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে গেছেন তিনি। কিন্তু সাকিব তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন। যদিও আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি।


মাচশেষে বাংলাদেশ অধিনায়ক সাকিবের কাছে জানতে চাওয়া হয় তখন ম্যাথিউস কী বলেছিলেন। জবাবে সাকিব বলেন ‘২০০৬ সাল থেকে একে অপরের বিপক্ষে খেলে আসছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি।


আমি তাকে ভালোভাবে চিনি, সেও আমাকে ভালোভাবে চেনে। সে আমাকে এসে জিজ্ঞেস করেছে আমি আবেদন তুলে নেব কি না। আমি বলেছি , আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি সেটা করব না।’


ম্যাথিউসের এমন আউটের ব্যাখা সাকিব খোলাসা করে আরো বলেন, 'আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বলল, যদি আমি আবেদন করি তাহলে (ম্যাথিউস) সে আউট হয়ে যাবে। এরপর আমি আবেদন করি এবং আম্পায়ার আমাকে জিজ্ঞেস করল আমি সিরিয়াস কি না। এটা নিয়মে আছে; জানি না সেটা ভুল নাকি সঠিক।'


এদিকে, ম্যাথিউসের আউট নিয়ে মাঠের চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক বলেন, ‘(এমন টুর্নামেন্টে) এমসিসির ক্রিকেট আইনের জায়গায় আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। টাইমড আউটের ক্ষেত্রে, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি থাকতে হবে।’


‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। (ম্যাথিউসের) এই ঘটনায় (হেলমেটের) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না। দুই মিনিট সময় আগেই শেষ হয়ে গিয়েছিল। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেছিলেন।’-যোগ করেন হোল্ডস্টক।


সূত্রঃ ঢাকা পোস্ট