একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার আশা। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এক জয় ও ছয় পরাজয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। এমন নাজুক অবস্থায় আগামীকাল দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা।
তার আগে আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এ সময় বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগারদের প্রধান এই কোচ বলেন, ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’
রাসেল ডমিঙ্গো সরে যাওয়ার পর হাথুরুসিংহে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন এ বছরের ফেব্রুয়ারিতে। এই বিষয়টি টেনে এনে হাথুরু বলেন, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির দায়ও নিচ্ছেন হাথুরু। তিনি বলেন, ‘আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।’
হাথুরুসিংহে বলেন, ‘দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।’
তবে এই মুহূর্তে এসব নিয়ে ভাবতে নারাজ। হাথুরুর ভাবনায় আগামীকালের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, ‘এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ। পরের ম্যাচটা আমরা কিভাবে জিততে পারি সেটাই ভাবছি। আমরা সবকিছুই ঠিকঠাক করছি। ক্রিকেটাররা সবাই ভালো করতে চায়। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতটা সম্ভব সবাইকে সবদিক থেকে চাপমুক্ত রাখা।’
সূত্রঃ সমকাল অনলাইন