

হঠাৎই ঢাকায় ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস। পারিবারিক কারণে আজ (বুধবার) বিকেলে দেশে ফেরেন এই ডানহাতি ওপেনার। আগামী ৩ নভেম্বর তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, লিটন দাসের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন তিনি। পরিবারিক কারণ হওয়ায় বিসিবিও তাকে ছুটি দিয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ পরবর্তী ম্যাচকে সামনে রেখে ৩ নভেম্বর অনুশীলন করবে বাংলাদেশ দল। সেদিনই লিটনের দলে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও হুট করে দেশে ফিরে এসেছিলেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে তার আচমকা ঢাকা সফর নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছিল। মূলত ব্যাট হাতে অস্বস্তিতে থাকায় শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের শরণাপন্ন হন সাকিব। বিপর্যস্ত দলকে ভারতে রেখে এভাবে দেশে ফেরার বিষয়টি কেউই ভালো চোখে দেখেননি।
সূত্রঃ ঢাকা পোস্ট









