তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারত গেছে বাংলাদেশ দল। বুধবারই বিশ্বকাপের দেশে পৌঁছায় টাইগাররা। বিশ্বকাপ মিশনে অংশ নিতে দেশ ছাড়ার আগে একটি টেলিভিশনকে নিজের নানা অভিমত ও ক্রিকেট বোর্ডের নানা ইস্যুতে কথা বলেন সাকিব।
বাংলাদেশের বিশ্বকাপ দলের দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেন, বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র দুর্বলতা পেসার এবাদতকে না পাওয়া। আমি তাকে মিস করবে। কেননা ভারতের মতো কন্ডিশনে এবাদতের মতো পেসারের প্রয়োজন ছিল। আমাদের আর কোনো উইকনেস নেই।
তিনি আরও বলেন, স্কোয়াডের বাকিদের নিয়ে আমি খুবই আশাবাদী। তারা খারাপ করলেও আমি মন খারাপ করব না। দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। আমি আশাবাদী তারা অনেক ভালো করবে।