আফগানদের বিপক্ষে হারের জন্য তামিম দায়ী: সাকিব

ক্রিকেট দুনিয়া September 28, 2023 1,589
আফগানদের বিপক্ষে হারের জন্য তামিম দায়ী: সাকিব

ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে সেই সিরিজ হারের দায়টা তৎকালীন অধিনায়ক তামিম ইকবালের ওপর চাপিয়ে দিলেন বর্তমান ওয়ানডে দলপতি সাকিব আল হাসান।


বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন সাকিব আল হাসান।


আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হুট করেই সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। যদিও একদিন বাদেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরেও আসতে হয় তাকে।


কিন্তু সিরিজের মাঝপথে হুট করে এমন ঘটনা ঘটানোকের সিরিজ হারের মূল কারণ হিসেবে দেখছেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।


সাকিব বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারাটা কমপ্লিটলি আমি একজনের ফল্ট বলবো। সেটি হলো ক্যাপ্টেন। থার্ড ম্যাচে আমরা ঠিকই কামব্যাক করেছিলাম। কিন্তু একটা ম্যাচ সময় লেগেছিল আমাদের। এটা আর কারও ফল্ট না। পুরো সিরিজটার ব্লেম একজনের ওপর।’


বিশ্বের আর কোথাও দেখি নাই, অধিনায়ক এসে বলছে, ‘আমি আর খেলব না ভাই’। এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। আমার ধারণা, দায়িত্ববোধ থাকলে কোনো ক্রিকেটার এমন করতো না।’- যোগ করেন সাকিব।


সূত্রঃ অনলাইন