বিসিবির কর্মকর্তা নিচে ব্যাটিং করতে বলেন তামিমকে

ক্রিকেট দুনিয়া September 27, 2023 703
বিসিবির কর্মকর্তা নিচে ব্যাটিং করতে বলেন তামিমকে

বোর্ড থেকে তামিমকে দলে না নেওয়ার বিষয়ে তার কোমরের ইনজুরির কথা জানানো হয়েছে। তবে তামিম বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় বলেছেন, ফিজিওর রিপোর্টে তার খেলতে বাধা ছিল না।


তামিম বলেন, আমাকে বোর্ডে টপ লেভেল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন, তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচে খেলো না আফগানিস্তানের বিপক্ষে।


তামিম আরও বলেন, আমি বললাম ভাই এটা তো ১২/১৩ দিনের কথা। আমি ১২/১৩ দিনের মধ্যে ভালে কন্ডিশনে থাকবো। আমি কি কারণে খেলবো না। তখন তিনি বলেন, আচ্ছা তুমি যদি খেলো আমরা এই রকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি, তুমি যদি খেলো তাহলে তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো।


তামিম বলেন, আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি। ফিজিও ট্রেইনারা যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন যে, তারা আমাকে যা যা করতে বলছে যে সেশনে আমি তা তা করি নাই নিজেকে ফিট করার জন্য।


সূত্রঃ চ্যানেল ২৪