শেষ ওয়ানডেতে ফিরছেন সাকিব-মুশফিক-শান্ত

ক্রিকেট দুনিয়া September 24, 2023 1,599
শেষ ওয়ানডেতে ফিরছেন সাকিব-মুশফিক-শান্ত

সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন তামিম ইকবাল ও ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। পুরো সিরিজের জন্য বিশ্রামে থাকলেও এই ম্যাচে ফিরছেন মুশফিকুর রহিম, নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত।


কিউইদের বিপক্ষে এই সিরিজ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফেরেন তামিম। তবে প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি বৃষ্টির কারণে। গতকাল দ্বিতীয় ম্যাচে দল হারলেও ৪৪ রানের ইনিংসে আভাস দিয়েছেন ছন্দে ফেরার। কিন্তু ম্যাচ শেষে নিজেই অবশ্য জানান এখনো পুরোপুরি স্বস্তিতে নেই তিনি।


এ দিকে ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছেন না লিটন দাস। এশিয়া কাপের বাজে ফর্ম টেনে আনেন এই সিরিজেও। দ্বিতীয় ওয়ানডেতে ৬ রানে ফেরেন ড্রেসিংরুমে। আউট হয়ে ড্রেসিংরুমের কাছে গিয়ে মেজাজ হারান। নিজের রাগ ঝাড়েন ব‌্যাটের ওপর। দুইবার আঘাত করে ভাঙেন ব‌্যাট।


নিজেকে সময় দিতে ডানহাতি ব‌্যাটসম‌্যান নিউ জিল‌্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন। গতকাল দলের সঙ্গে রাতে হোটেলে ফিরলেও আজ বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। শুধু লিটন নন, শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন দলে ফেরা তামিম ইকবালও। লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে কাল ব‌্যাটিং করেছেন তামিম।


বিসিবি সূত্রে জানা গেছে পুরো সিরিজে বিশ্রামে থাকা সাকিব-মুশফিক ফিরছেন শেষ ম্যাচে। ফলে সাকিবই নেতৃত্ব দিবেন দলকে। চোটের কারণে এশিয়া কাপের মাঝপথে দেশে ফেরা শান্তও এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন।


সূত্রঃ ডেইলি ক্রিকেট