কুমিল্লার হয়ে বিপিএল কাঁপাতে আসছেন সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। আসছেন মোহাম্মদ রিজওয়ানও। এই আসরেও তাদের দেখা যাবে গত আসরের পুরনো দলে, পুরনো লাল জার্সিতে। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই মাঠ মাতাবেন তিনজনে।
সরাসরি সাইনিংয়ে এই তিনজনকে চুক্তিবদ্ধ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরো একবার লাল জার্সিতে দেখা মেলবে বিশ্বখ্যাত এই তারকাদের। তাদের আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন দু’টি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে কুমিল্লা কর্তৃপক্ষ।
বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলের নিয়মিত সদস্য রাসেল ও নারিন। টুর্নামেন্টের বেশিরভাগ মৌসুমেই খেলেছেন তারা দু’জন। দু’জনে শিরোপাও জিতেছেন একাধিকবার। রাজশাহীকে তো অধিনায়ক হিসেবেই শিরোপা এনে দিয়েছিলেন রাসেল।
২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলে এখন পর্যন্ত ঢাকা ডায়নামাইটস, খুলনা রয়্যাল বেঙ্গলস, রাজশাহী রয়্যালস ও কুমিল্লার হয়ে খেলেছেন রাসেল। বিপরীতে কুমিল্লা ছাড়া এর আগে ঢাকা ডায়নামাইটস, বরিশাল বার্নার্সের হয়ে খেলেছেন নারিন। রিজওয়ান কুমিল্লা ছাড়া খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে।
২০২৩ বিপিএলে তিনজনে বড় ভূমিকা রেখেছেন কুমিল্লার শিরোপা জয়ে। ফলে মৌসুমেও তাকে ছাড়ছে না কুমিল্লা। যদিও পুরো মৌসুমে পাওয়া যাবে না নারিন ও রাসেলকে। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি শেষে বিপিএলে যোগ দেয়ার কথা রয়েছে তাদের। রিজওয়ানকে অবশ্য শুরু থেকেই পাবার প্রত্যাশা।
গত আসরে খেলা তিন দেশীয় ক্রিকেটার লিটন দাস, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দেশীয়দের মাঝে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে তাওহীদ হৃদয়কে।
উল্লেখ্য, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পর্দা উঠতে পারে বিপিএলের। এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) রেডিসন ব্লুতে হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
সূত্রঃ নয়া দিগন্ত অনলাইন