লঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা ছিল। বৃষ্টির কারণে ভেসে যায় ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপপর্বের ম্যাচ। এমনকি বৃষ্টি বাগড়ায় রিজার্ভ ডে’তে গড়ায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ফোরের ম্যাচ।
এবার এশিয়া কাপের সুপার ফোরের অলিখিত ‘সেমিফাইনাল’ অর্থাৎ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেছে; এই ম্যাচে বৃষ্টি হলে ফাইনালে খেলবে কোন ফল? আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাই–বা কতটুকু?
হাইভোল্টেজ এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। ‘ওয়েদার চ্যানেল’ রিপোর্ট বলছে, এদিন কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ।
এদিকে আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ চলাকালে পুরো সময়ই কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিন বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা ৮৪ শতাংশ।
আর বৃষ্টির এমন সম্ভাবনায় কিছুটা মন খারাপ হতে পারে দ্য গ্রিন ম্যানদের সমর্থকদের। কারণ, বৃষ্টি বাগড়ায় এই ম্যাচ বাতিল হলে ফাইনালে উঠে যাবে লঙ্কানরা।
কেননা, রান রেটের হিসেবে বেশ এগিয়ে দাসুন শানাকারা। বর্তমানে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। অন্যদিকে দুই ম্যাচে হেরে এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে আরেক দল বাংলাদেশ।
সূত্রঃ আরটিভি অনলাইন