জমে উঠছে বিপিএল, তামিমের দলে আমির

ক্রিকেট দুনিয়া September 9, 2023 957
জমে উঠছে বিপিএল, তামিমের দলে আমির

বিপিএলের এবারের আসরে মোহাম্মদ আমিরকে দলে টেনেছে ফরচুন বরিশাল। সরাসরি চুক্তিতে পাকিস্তানের এই তারকাকে দলে ভিড়িয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।


শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আমিরের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়েছে বরিশাল।


৩১ বছর বয়সী আমির বিপিএলের গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন। দুর্দান্ত বোলিং করে দলকে তুলেছিলেন ফাইনালের মঞ্চে। এ ছাড়াও বিপিএলের গত কয়েকটি মৌসুমেই খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানি তারকার।


এবারের বিপিএল নিয়ে অনেক আগে থেকেই তোড়জোড় শুরু করেছে বরিশাল। গত দুই আসরের অধিনায়ক সাকিব আল হাসান দল ছাড়লেও তার পরিবর্তে আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


সরাসরি চুক্তিতে আমির ছাড়াও পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এবং পল স্টার্লিংকে ভিড়িয়েছে বরিশাল। পাকিস্তানের তরুণ পেসার আব্বাস আফ্রদিকেও দলে টেনেছে বরিশালের দলটি।


দেশি খেলোয়াড়দের মধ্যে তিনজনকে রিটেইন করেছে বরিশাল। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদর সঙ্গে এই তালিকায় আছেন মেহেদী হাসান মিরাজ এবং এনামুল হক বিজয়।


এর আগে সরাসরি চুক্তিতে বেশকিছু তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসান ছাড়াও দলটি ইতোমধ্যেই বাবর আজম, নিকোলাস পুরান এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো খেলোয়াড়কে দলে টেনেছে।


সূত্রঃ সময় টিভি অনলাইন