সাকিবের অধিনায়কত্বের বিষয়ে যা বললেন তামিম

ক্রিকেট দুনিয়া September 8, 2023 572
সাকিবের অধিনায়কত্বের বিষয়ে যা বললেন তামিম

তামিমের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন দায়িত্ব পান সাকিব আল হাসান। নতুন অধিনায়ক হিসেবে সাকিবের আলাদা পরিকল্পনা থাকবে, এটাই স্বাভাবিক মনে করেন তামিম। সে কারণে সাকিবের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করতে নারাজ সাবেক এই অধিনায়ক।


শুক্রবার একটি ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করেন তামিম। সেখানে দল নিয়ে নতুন অধিনায়কের পরিকল্পনার বিষয়ে বাইরে থেকে কোনো মন্তব্য করতে রাজি নন তামিম, 'যখন আমি অধিনায়ক ছিলাম তখন একভাবে ভেবেছি।


নতুন অধিনায়কের হয়তো আলাদা পরিকল্পনা আছে, যেটা আমি জানি না। আমি একজনের পরিকল্পনার ব্যাপারে যদি এতটা নিশ্চিত না হয়ে মন্তব্য করি, ওটা একটা বিতর্ক হয়ে গেল। আমার মনে হয় নতুন অধিনায়ক-ম্যানেজম্যান্টের ভালো পরিকল্পনা আছে।'


নিজের ইনজুরি থেকে ফেরা নিয়ে তামিম বলেন, 'আমাকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামই টিক দিয়েছি। খুব ভালোভাবে আমার উন্নতিটা হচ্ছে। বিশেষ করে ১০ তারিখের পর থেকে প্রায় ১০ দিন ফুল ইনটেনসিটিতে আমাদের অনুশীলন করার পরিকল্পনা আছে। এখন পর্যন্ত কোন সেটব্যাক হয়নি।'


সূত্রঃ সমকাল অনলাইন