বিপিএলে সাকিবের দলে খেলবেন বাবর আজম

ক্রিকেট দুনিয়া September 6, 2023 551
বিপিএলে সাকিবের দলে খেলবেন বাবর আজম

পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। আসন্ন আসরে একই দলে খেলবেন ক্রিকেট বিশ্বের অন্যতম দুই তারকা সাকিব আল হাসান ও বাবর আজম।


বিশ্বের ১ নম্বর ব্যাটার আসন্ন বিপিএল আসর মাতাবেন নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে। দুই দিন আগে এক বিবৃতিতে সাকিবকে দল নেওয়ার খব জানায় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। আজ নিশ্চিত করেছে আসন্ন বিপিএলে রংপুরের জার্সিতে দেখা যাবে বাবর আজমকে।


দেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়াও ৩ জন খেলোয়াড় রিটেইন করছে রংপুর; নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও হাসান মাহমুদ। এছাড়াও আরও নামি-দামি বিদেশি খেলোয়াড়দের সাথে চুক্তি করার প্রক্রিয়ায় আছে রংপুর।


তবে বাবর আজমকে দলে ভেড়ানো রংপুর রাইডার্সের সবচেয়ে বড় চমক। বিশ্বের সেরা ওয়ানডে দল পাকিস্তানের নেতৃত্বে আছেন বাবর। সঙ্গে ধরে রেখেছেন ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থান।


আসন্ন বিপিএলের জন্য প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে বিপিএল মাঠে নামানোর চেষ্টা রয়েছে সংশ্লিষ্টদের।


সূত্রঃ ক্রিকেট৯৭