আফগানদের বিপক্ষে সব ফরম্যাটেই ভালো করেছে টাইগাররা। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক মুগ্ধ হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের অধিনায়কত্বে। নিষ্প্রাণ উইকেটে সাকিব বোলারদের যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে বল করিয়েছেন, তা দেখেই মুগ্ধ কার্তিক।
রোববার (৩ সেপ্টেম্বর) ম্যাচ চলাকালীন সময়ে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন দীনেশ কার্তিক। তখন সাকিবের প্রশংসা করে কার্তিক বলেন, 'সাকিব খুবই চালাক, বোলার হিসেবে এবং অধিনায়ক হিসেবেও।
সে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে বল করায়। আপনি যদি তাকে খেয়াল করেন দেখবেন, সে পেসারদের দিয়ে ৩-৪ ওভারের স্পেল করায়। এরপর স্পিনারদের আনে। এটা সে পুনরায় করে। তার অধিনায়কত্ব নিশ্চিতভাবেই একটা ইতিবাচক আবহ নিয়ে আসে।'
বেশ কিছুদিন ধরেই রান পাচ্ছেন না সাকিব। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ দিকে নেমে দারুণ এক ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। চারটি চার এবং একটি ছক্কায় সাকিব ছিলেন ১৮ বলে ৩২ রানে অপরাজিত। বোলিংয়েও মিতব্যয়ী ছিলেন।
সূত্রঃ সময় টিভি অনলাইন