যেসব সমীকরণে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া September 4, 2023 744
যেসব সমীকরণে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

বোলারদের পারফর্মেন্সে অফিসিয়াল ঘোষণা না এলেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রবিবার আফগানদের ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ।


তখন সমীকরণ দাঁড়ায়, আফগানদের ২৭৯ রানের মধ্যে থামাতে পারলে সরাসরি সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তাসকিন-শরীফুলদের আগুনে বোলিংয়ে আফগানদের ২৪৫ রানে অলআউট করে সেই সমীকরণ সহজেই মিলে গেছে।


‘বি’ গ্রুপে বাংলাদেশ আর শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২ করে। তবে রানরেটে (.৯৫১) এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট এখন ০.৩৭৩। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানদের (নেট রানরেট -১.৭৮০) হারিয়ে দেয়, তাহলে এমনিতেই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত।


আফগানরা গ্রুপের তলানিতেই থেকে যাবে। অন্যদিকে আফগানরা যদি কম ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, তাহলে তারা নেট রানরেটে গ্রুপের তৃতীয় স্থানেই থেকে যাবে। বাংলাদেশ আর শ্রীলঙ্কা যাবে সুপার ফোরে।


আর যদি আফগানিস্তান অনেক বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে তাদের নেট রানরেট বেড়ে যাবে এবং শ্রীলঙ্কার রানরেট স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। সেটা এতটাই কমবে যে, বাংলাদেশ চলে যাবে শীর্ষে। কপাল পুড়বে শ্রীলঙ্কার।


গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে সুপার ফোরে যাবে আফগানিস্তান। এই সমীকরণে অফিসিয়াল ঘোষণা না এলেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারা বাংলাদেশ আজ নিজেদের রুদ্ধরূপ দেখিয়ে দিল আফগানদের বিপক্ষে।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন