একাদশে পরিবর্তনের নিয়ে যা বললেন হেড কোচ

ক্রিকেট দুনিয়া September 3, 2023 477
একাদশে পরিবর্তনের নিয়ে যা বললেন হেড কোচ

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ময়নাতদন্তে ছোট ছোট বেশ কিছু বিষয় উঠে এসেছে। টস জিতে বোলিং করার উইকেটে শুরুতে কেন অনভিজ্ঞ টপ অর্ডার নিয়েও ব্যাটিং করলেন সাকিবরা।


লঙ্কান ডানহাত স্পিনার মহেশ থিকসানা ও ধনাঞ্জয়া ডি সিলভার সামনে কেন একে একে চার বাঁ-হাতি ব্যাটার সপে দেওয়া হলো। স্পিন সহায়ক উইকেটে পার্ট টাইম স্পিন অলরাউন্ডার শেখ মাহেদিকে না নিয়ে পিওর স্পিনার নাসুম আহমেদকে নেওয়া যেত কিনা; এসব প্রশ্ন উঠেছে।


আফগানিস্তানের বিপক্ষে লাহোরে এশিয়া কাপে টিকে থাকার ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রোববারের ওই ম্যাচ নিয়েও সামনে আসছে একই প্রশ্ন। মুজিব উর-মোহাম্মদ নবীর ডানহাতি স্পিনের সামনে টপ অর্ডারে চার বাঁ-হাতি থাকবে কিনা, পেসার ফজল হক ফারুকিও বাঁ-হাতিদের বিপক্ষে দারুণ কার্যকরি।


একাদশে পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্ন অবশ্য টাইগার হেড কোচ হাথুরুসিংহে এড়িয়ে গেছেন। জানিয়েছেন, সংবাদ সম্মেলনে আসার আগ পর্যন্ত উইকেট দেখা হয়নি তার। উইকেট দেখে যদি মনে হয়, তাহলে একাদশে পরিবর্তন দেখা যেতে পারে।


হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা এখনও উইকেট দেখিনি। যদি কন্ডিশন একাদশে পরিবর্তন আনার মতো হয় তাহলে আমরা তা নিয়ে চিন্তা করবো।’ এছাড়া এশিয়ার কন্ডিশনে খুব পার্থক্য থাকে না বলেও মন্তব্য করেছেন তিনি, ‘আমার মনে হয় না (কন্ডিশন খুব বেশি প্রভাব ফেলবে বা আফগানিস্তানকে সুবিধা দেবে)। এশিয়ার সব দেশই আমাদের পরিচিতি। এখানকার আবহাওয়া গরম হয়।’


সূত্রঃ সমকাল অনলাইন