ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া August 30, 2023 710
ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করলো পাকিস্তান

আজ থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। স্বাগতিক পাকিস্তান উদ্বোধনী ম্যাচে প্রথমবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ খেলতে আসা নেপালের মুখোমুখি হবে।


ওই ম্যাচের জন্য আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে অনুমিতভাবেই শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ আছেন।


স্পিন আক্রমণে শাদাব খানের সঙ্গে আছেন মোহাম্মদ নওয়াজ। আর পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে খেলবেন ইফতিখার।


পাকিস্তানের ব্যাটিং লাইন আপও আগে থেকেই বেশ সেটেল। ওপেনিং করছেন ফখর জামান ও ইমাম উর। তিনে খেলবেন বাবর আজম। তারা তিনজনই দারুণ ছন্দে আছেন। ব্যাটিং অর্ডারে জায়গা পেয়েছেন আগা সালমান।


পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।


সূত্রঃ সমকাল অনলাইন