ইনজুরি থেকে সেরে উঠলেও খেলার মতো ফিটনেস অর্জন করতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে তো বটেই, পুরো এশিয়া কাপেই এ লেগস্পিনারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
হাসারাঙ্গার তাও কিঞ্চিৎ সম্ভাবনা রয়েছে; দুই পেসার দিলশান মাধুশঙ্কা ও লাহিরু কুমারা তো ছিটকেই গেছেন এশিয়া কাপ থেকে। তাদের আগে আরেক পেসার দুশমন্থ চামিরাও বাদ পড়েছেন।
বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশের চারজন বোলারকে পাচ্ছে না শ্রীলঙ্কা। তাদের অনুপস্থিতিতে লঙ্কান স্কোয়াডে ডাক পেতে পারেন তিন পেসার কাসুন রাজিথা, প্রমোদ মাধুশান ও মাথেশা পাথিরানা। স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গার জায়গায় দুনিথ ওয়েলালাগে ও দুশান হেমান্থার মধ্যে একজন আসতে পারেন।
সূত্রঃ সমকাল অনলাইন