ডব্লিউডব্লিউই এর জনপ্রিয় রেসলার ব্রেই ওয়্যাট (আসল নাম উইন্ডহাম রোটুন্ডা) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বয়সেই মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে এক টুইট বার্তায় ব্রেই ওয়্যাটের মৃত্যুর সংবাদটি জানান, ডব্লিউডব্লিউই’র চিপ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ ত্রিপল এইচ (আসল নাম পল মাইকেল লেভেস্ক)। তাকে সংবাদটি জানান রোটুন্ডার বাবা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো জানাচ্ছে, গত এপ্রিলে রেসলম্যানিয়াতে ববি ল্যাশলির সঙ্গে ব্রেই ওয়্যাটের খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ আয়োজনের কিছুদিন আগে জানা যায় তিনি দুরারোগ্য আক্রান্ত।
যার কারণে ওই ম্যাচটি বাতিল করা হয়েছিল। এরপর তিনি গত কয়েক মাস চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এ জনপ্রিয় রেসলার।
২০০৯ সাল থেকে ডব্লিউডব্লিউইর সঙ্গে ছিলেন ব্রেই ওয়্যাট। তার বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দুজনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন। ২০০৯ সালে ডব্লিউডব্লিউইর সঙ্গে চুক্তি সই করার পর কিছুদিন হাস্কি হ্যারিস নামে দেখা গিয়েছিল তাকে।
২০১৩ সালে এই চরিত্র বাদ দিয়ে ‘ব্রেই ওয়্যাট’ নামে দর্শকদের সামনে আসা শুরু করেন। এই চরিত্রেই দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি। ‘ওয়্যাট ফ্যামিলি’ নামের এক রেসলিং গ্রুপের নেতা হিসেবে দেখা গিয়েছে তাকে, যে গ্রুপে ছিলেন ব্রন স্ট্রোম্যান, লুক হার্পার ও এরিক রোয়ানের মতো তারকারা।
নিজের চরিত্রকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য বেশ কিছু উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণ করেছিলেন ওয়্যাট, ‘দ্য ফিন্ড’ চরিত্র ছিল যার প্রমাণ। ‘দ্য ফিন্ড’ রূপে তিনি ফিন ব্যালর, সেথ রলিন্স, গোল্ডবার্গ, জন সিনা, র্যান্ডি অরটনের সঙ্গে লড়েছেন রিংয়ে।
২০২১ সালে অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। এরপর ২০২২ সালের অক্টোবরে এক্সট্রিম রুলসের মধ্যে দিয়ে আবার ফিরে আসেন ব্রেই ওয়্যাট। শেষবার তাকে রিংয়ে দেখা গিয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে।
সূত্রঃ সময় টিভি অনলাইন