সুপারহিরো উদযাপনের রহস্য জানালেন মেসি

খেলাধুলার বিবিধ August 19, 2023 465
সুপারহিরো উদযাপনের রহস্য জানালেন মেসি

ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে দুর্দান্ত সব গোল করছেন লিওনেল মেসি। প্রতি ম্যাচে যেমন গোল পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা, উদযাপনেও তেমনি দেখাচ্ছেন নতুন নতুন ভঙ্গি। কীসে অনুপ্রাণিত হয়ে হরেক উদযাপন, তার ব্যাখ্যা দিলেন মেসি।


‘আমার তিন সন্তান এখনও ছুটিতে রয়েছে, তাদের স্কুল এখনও শুরু হয়নি। সুতরাং আমরা প্রতি রাতে একসাথে মার্ভেল সুপার হিরোর সিনেমা দেখি। তারা আমার কাছে উদযাপনের ধারণাটা নিয়ে আসে এবং বলে যখন খেলব এবং গোল করব, যেন মার্ভেল সুপার হিরোর ওই উদযাপন করি।’ ৩৬ বর্ষী মেসি বলেছেন এভাবেই।


‘এভাবেই আমার এ উদযাপন শুরু এবং এটি অনুসরণ করছি। প্রতিবার আমরা নতুন সিনেমা দেখি, আমরা নতুন গোল উদযাপনের অনুশীলন করি। যখন বাচ্চারা আমার কাছে থাকে, আমি এটা করি ঘরের মাঠে খেলার সময়, যাতে আমরা সেই মুহূর্তগুলো ভাগ করে নিতে পারি। যখন তাদের দর্শকসারিতে দেখি, আমি সেগুলো করি।’


সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা পিএসজি থেকে ফ্রি-এজেন্ট হয়ে ইন্টার মিয়ামিতে গেছেন। ৬ ম্যাচে এপর্যন্ত ৯ গোল করেছেন। মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকতে থাকা ক্লাবকে ইতিমধ্যে লিগস কাপের ফাইনালে তুলেছেন।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন