সৌদিতে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে নেইমারকে

খেলাধুলার বিবিধ August 17, 2023 957
সৌদিতে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে নেইমারকে

এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ দুই মৌসুমের জন্য। বিবিসি বলছে, চুক্তির অঙ্কটা ৯ কোটি ইউরো। সঙ্গে বোনাস তো থাকছেই।


এর আগে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ফুট মার্কেতো জানিয়েছে, আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। সেই সঙ্গে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার।


ব্যক্তিগত জীবন উপভোগে ইউরোপের মতো সৌদিতে স্বাধীনতা পাবেন না নেইমার। ইসলামিক দেশ হওয়ায় বিসর্জন দিতে হবে ক্লাব পার্টি। নিষিদ্ধ হওয়ায় বর্জন করতে হবে মদের আসরও।


তবে সৌদিতে বান্ধবি ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে থাকতে তেমন কোন সমস্যায় পরবেন না নেইমার। দেশটিতে বিবাহ বহিঃর্ভূত সম্পর্ক নিষিদ্ধ হলেও বিশেষ বিবেচনায় তার আওতামুক্ত থাকবেন তিনি। যেমনটা পেয়েছেন রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।


এছাড়াও ইউরোপের মতো স্বল্প কাপড়ে সৌদি আরবের সমুদ্র সৈকতে ঘুরতে পারবে না বান্ধবীকে নিয়ে। করতে পারবেন না অবাধ মেলামেশা।


তবে টাকার বিনিময়ে ব্যক্তিগত জায়গা নিয়ে ঘুরতে পারবেন সেখানে। এদিকে, এরই মধ্যে সৌদিতে শুরু হয়ে গেছে নেইমার ঝড়। তার জার্সি কিনতে দেশটিতে হুমড়ি খেয়ে পরছেন সমর্থকরা।


সূত্রঃ সময় টিভি অনলাইন