অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লিখিয়েছেন নেইমার। এ দিকে পিএসজি ছাড়ার ঘোষণার পরে নেইমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফরাসি ক্লাবটি।
এক টুইট বার্তায় পিএসজি বলেছে, ‘সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেয়ার জন্য নেইমার জুনিয়র পিএসজি ছাড়ছেন। এর আগে ব্রাজিলিয়ান এই তারকা পিএসজির ক্লাব ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এই ক্লাব লিজেন্ডকে পিএসজি ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ নেইমার।’
২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। ফরাসি ক্লাবটিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়ার অঙ্গীকার করলেও গত ছয় বছরে একবার ফাইনালে তোলা ছাড়া এই শিরোপার ধারেকাছে দলকে নিতে পারেননি নেইমার।
একের পর এক ইনজুরি ও অপেশাদারি আচরণ নেইমারকে ক্লাবটির মালিকপক্ষ ও সমর্থকদের কাছে চক্ষুশূলে পরিণত করেছে। তাই ভালো অঙ্কের প্রস্তাব পেলেই তাকে ছেড়ে দিতে চেয়েছিল ক্লাবটি। অন্যদিকে নেইমারও আর পিএসজিতে থাকতে চাননি। সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার গন্তব্য নির্ধারণ হয়েছে সৌদিতেই।
সূত্রঃ সময় টিভি অনলাইন